লাজ
বানান বিশ্লেষণ: ল্+আ+জ্+অ
উচ্চারণ: [
la.ɟə] [লা.জ]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত লজ্জা>বাংলা লাজ
পদ: বিশেষ্য।
অর্থ: অন্যের কাছে নিজেকে উপস্থাপনের ক্ষেত্রে মনের কুণ্ঠিত দশা বিশেষ।
সমার্থক শব্দাবলি:
লজ্জা,
শরম।