লেশ
বানান বিশ্লেষণ: ল্+এ+শ্+

উচ্চারণ: [le.ʃə [লে.শ]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত লেশ>বাংলা  েশ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: লিশ্ (অল্পীভাব) + অ (অচ্), ভাববাচ্য।
পদ: বিশেষণ।
অর্থ: অবশিষ্ট, সামান্য
উদাহরণ: লেশ হাসি তুঝ দূর করল রে, বিপুল খেদ-অভিমান।  [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬১০]