লগা
বানান বিশ্লেষণ: ল্+অ+গ্+আ
উচ্চারণ: [lə.ga] [ল.গা]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত লগ্ন>বাংলা লগ>লগা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
Öলগ (সংলগ্ন)+আ
পদ: ক্রিয়া (অসমাপিকা)।
অর্থ: সংলগ্ন করে, স্পর্শিত করে

উদাহরণ:
মোতিম হারে বেশ বনা দে, সীঁথি লগা দে ভালে। [গীতবিতান। প্রকৃতি ৩১। বর্ষা ৬।৯]