ললিত
বানান বিশ্লেষণ: ্+অ+ল্+ই+ত্+অ
উচ্চারণ: [lə.li.ə] [.লি.ত]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত ললিত>বাংলা ললিত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
Öলল্ (কামনা) + ত (ক্ত), কর্মবাচ্য
পদ: বিশেষণ
অর্থ: যে সৌন্দর্য গ্রহণের জন্য মানুষের মনে কামনার সৃষ্টি হয় এবং যার দ্বারা মনুষের মনোরঞ্জন হয়।
সমার্থক শব্দাবলি: সুন্দর, শোভন, মনোহর, মনোজ্ঞ

উদাহরণ: অলস যমুনা বহয়ি যায় ললিত গীত গাহি রে ।   [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ২।৬]