মাধব
বানান বিশ্লেষণ: ম্+আ+ধ্+অ+ব+অ
উচ্চারণ: [
ma..ʰə.bə] [মা.ধ.ব]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত মাধব>বাংলা মাধব
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: মা'র (লক্ষ্মীর) ধব (পতি)/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
অর্থ:
হিন্দু পৌরাণিক কাহিনি মতে লক্ষ্মীর পতি হলেন বিষ্ণু। আর শ্রীকৃষ্ণ ছিলেন বিষ্ণুর দ্বাপর যুগের অবতার। রূপকার্থে মাধাব শব্দের দ্বারা কৃষ্ণকে উপস্থাপন করা হয়েছে। [দেখুন:
কৃষ্ণ]
উদাহরণ: হিয়ে হিয়ে অব রাখত মাধব, সো দিন আসব সখি রে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)। ৩।১৩]