মধু
বানান বিশ্লেষণ:
ম্+অ+ধ্+উ
উচ্চারণ: [mə.d̪ʰu]
[ম.ধু]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত মধু>বাংলা
মধু
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
মধু {√মন্
(মনে করা,
মনে ধারণ করা) +উ =কর্মবাচ্যে,
ন স্থানে ধ}
+কর {√কৃ
(করা) +অ
(অট্, ট)}
পদ:
বিশেষ্য
অর্থ:
১. যা সুখানুভূতিতে গভীরভাবে মনে রক্ষিত হয়। মধু ভাব, মধুমাস, মধুঋতু।
২. মৌমাছি জাতীয় পতঙ্গের দ্বারা সৃষ্ট রস।
পদ:
বিশেষণ
মিঠি মিঠি হাসয়ি, মৃদু মধু ভাষয়ি, হমার মুখ-'পর চাও রে ! [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬।২]