মালিকা
বানান বিশ্লেষণ: ম্+আ+ল+ই+ক্+আ
উচ্চারণ: [ma.li.ka] [মা.লি.কা]।   
শব্দ-উৎস: সংস্কৃত মালিকা>বাংলা মালিকা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: মালিকা {মালা {মা +লা (গ্রহণ করা) +অ (ক), কর্তৃবাচ্য +আ (টাপ্)} +কন্} + আ (টাপ্)}
পদ: বিশেষ্য
অর্থ: আক্ষরিক অর্থ- যা গ্রহণ করা হয়। বিশেষার্থে বলয়াকার  পুস্পগাথা যা  কণ্ঠ বা হাতে ধারণ বা গ্রহণ করার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়।
সমার্থক শব্দাবলি: মালা, মালিকা, মাল্য।
উদাহরণ: