মালতিমালা
বানান
বিশ্লেষণ:
ম্+আ+ল্+অ+ত্+ই+ম্+আ+ল্+আ
উচ্চারণ: [ma.lə.t̪i.ma.la]
[মা.ল.তি.মা.লা]।
[ə=
তীর্যক অ]]
শব্দ-উৎস:
সংস্কৃত
মালতী>বাংলা মালতী>মালতি +সংস্কৃত মালা>বাংলা মালা
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
মালতি {√মল্
(ধারণ করা) +অত (অতচ্) + ঈ (ঙীষ)}
+মালা {মা
+√লা
(গ্রহণ
করা) +অ
(ক),
কর্তৃবাচ্য
+
আ (টাপ্)}।
মালতির মালা/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষ্য।
অর্থ:
মালতি নামক ফুল দিয়ে তৈরি মালা।
উদাহরণ:
মালতিমালা রাখহ বালা
ছি ছি সখি মরু মরু লাজে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)। ৩।৬]