মানে
বানান বিশ্লেষণ:
ম্+আ+ন্+এ
উচ্চারণ: [ma.ne]
[মা.নে]।
শব্দ-উৎস:
সংস্কৃত
ক্রিয়ামূল
√মান্
(মান্য করা)>বাংলা
√মান্>মানে।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: √মান্
(মান্য করা)+এ (সাধারণ বর্তমান কাল)
পদ: ক্রিয়া (সাধারণ বর্তমান কাল)
অর্থ: মান্য করে, পালন করে, অনুসরণ করে,
অনুরূপ স্বীকার করা
উদাহরণ:
আকুল জীবন থেহ ন মানে অহরহ জ্বলত হুতাশে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৩।১০]
বরখত অশ্রু, বচন নহি নিকসত, পরান থেহ ন মানে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।৪]