মেহ
বানান বিশ্লেষণ:
ম্+এ+হ্+অ
উচ্চারণ: [me.ɦə]
[মে.হ]।
[ə=
তীর্যক অ।]
শব্দ-উৎস:
সংস্কৃত মেঘ>প্রাকৃত মেহ>মৈথিলি মেহ>বাংলা মেহ
পদ:
বিশেষ্য।
অর্থ:
মেঘ। ভারতী পত্রিকার
'আষাঢ় ১২৯১'
সংখ্যায় (পৃষ্ঠা ১৩৫) এই অর্থ দেওয়া হয়েছে
'মেঘ'।
উদাহরণ:
উন্মদ পবনে
যমুনা তর্জিত, ঘন ঘন গর্জিত মেহ। [গীতবিতান।
প্রকৃতি ৩১। বর্ষা ৬।৩]