মিলাওল
বানান বিশ্লেষণ: ম্+ই+ল্+আ+ও+
ল্+অ
উচ্চারণ: [mi.la.o.] [লা.শা.ও.ল]।   [ə= তীর্যক অ। আ ধ্বনি দীর্ঘ হবে]
শব্দ-উৎস: সংস্কৃত ক্রিয়ামূল মিল্>প্রাকৃত মিল্>মৈথিলি, বাংলা মিল্>মিলা> মিলাওল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: মিলা  (মিলিত হওয়া)+ওল
পদ: ক্রিয়া (সাধারণ অতীত)
অর্থ: কোনো কিছুর সাথে মিলিত করা অর্থে, মিলিত করলো।
উদাহরণ: কণ্ঠ মিলাওল ঢলঢল যমুনা কলকল কল্লোলগানে।[ভানুসিংহ ঠাকুরের পদাবলী(গীতবিতান)৯।১০]