মিলনগীত
বানান বিশ্লেষণ:
ম্+ই+ল্+অ+ন্+অ+গ্+ঈ+ত্+অ
উচ্চারণ: [mi.lə.nə.gi.t̪i]]
[মি.ল.ন.গি.তি]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত মিলন>বাংলা মিলন+সংস্কৃত
গীত>বাংলা
গীত।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
মিলন {√মিল্
(মেলন) +অন (ল্যুট), ভাববাচ্য}
+গীত {Öগৈ
(গান করা) +
ত (ক্ত),
কর্মবাচ্য
}
মিলনের নিমিত্তে পরিবেশিত যে গীত/মধ্যপদলোপী কর্মধারয় সমাস
অর্থ:
মিলনসঙ্গীত
উদাহরণ:
সহচরি সব নাচ নাচ মিলনগীত গাও রে
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৫।৫]