মিলনগীত
বানান বিশ্লেষণ: ম্+ই+ল্+অ+ন্+অ+গ্+ঈ+ত্+অ
উচ্চারণ: [mi.lə.nə.gi.i]] [মি.ল.ন.গি.তি]।  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত মিলন>বাংলা মিলন+সংস্কৃত গীত>বাংলা গীত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

অর্থ: মিলনসঙ্গীত
উদাহরণ: সহচরি সব নাচ নাচ    মিলনগীত গাও রে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৫।৫]