বিমলিন
বানান বিশ্লেষণ: ব্+ই+ম্+অ+ল্+ই+ন্+অ
উচ্চারণ: [bi.mo.li.nə] [বি.ম.লি.ন]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত বিমলিন>বাংলা বিমলিন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ
অর্থ:
অত্যন্ত মলিন
উদাহরণ: হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে কণ্ঠে বিমলিন মালা [ভানুসিংহ ঠাকুরের পদাবলী। (গীতবিতান) ৩।২]