মিনতি
বানান বিশ্লেষণ: ম্+ই+ন্+
অ+ত্+ই
উচ্চারণ: [mi.nə.i]] [মি.ন.তি]।  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত ৱিজ্ঞপ্তি> প্রাকৃত ৱিণ্ণত্তি>মৈথিলি>মিনতী, বাংলা মিনতি
পদ: বিশেষ্য
অর্থ: প্রার্থনা, নিবেদন।
উদাহরণ: কহ সখি, কহ সখি, মিনতি রাখ সখি, সো কি হমারই শ্যাম   [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৭।৭]