মিলল
বানান বিশ্লেষণ: ম্+ই+ল্+অ+ল্+অ
উচ্চারণ: [mi.lə.lə]] [মি.ল.]।  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃতক্রিয়ামূল মিল্ (মেলন)>প্রাকৃত মিল্>বাংলা মিল্>মিলল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: মিল্ (পাওয়া)+অল
পদ: ক্রিয়া (সাধারণ অতীত)
অর্থ: প্রার্থনা, নিবেদন।
উদাহরণ:তব্ ত মিলল. সখি, শ্যামরতন মম- শ্যাম পরানক প্রাণ ।   [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৭।১০]