মিটাওসি
বানান বিশ্লেষণ: ম্+ই+ট্+আ+ও+স্+ই
উচ্চারণ: [mi.ʈa.o.si] [মি.টা.ও.সি]।   
শব্দ-উৎস: সংস্কৃত ক্রিয়ামূল মিট্>বাংলা মিট্>মিটাওসি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: মিট্ (উপশম করা, চরিতার্থ করা)+আওসি
পদ: ক্রিয়া (সাধারণ অতীত)
অর্থ: মিটালি, চরিতার্থ করলি
উদাহরণ: কৈস মিটাওসি প্রেমপিপাসা, কঁহা বজাওসি বাঁশি !  [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।১১]