মিঠি
বানান বিশ্লেষণ:
ম্+ই+ঠ্+ই
উচ্চারণ:
[mi.ʈʰi]
[মি.ঠি]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত মিষ্ট, মৃষ্ট>প্রাকৃত মিট্ঠ>বাংলা মিঠ, মিঠা, মিঠি (বৈষ্ণব সাহিত্য)।
পদ:
বিশেষণ।
অর্থ:
মিষ্টি, মধুর।
মিঠি মিঠি (দ্বিরুক্ত)
অর্থ: মিষ্টি মিষ্টি ভাব, মধুর ভাব
উদাহরণ: মিঠি মিঠি হাসয়ি, মৃদু মধু ভাষয়ি, হমার মুখ-'পর চাও রে ! [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬।২]