মধুর
বানান বিশ্লেষণ: ম্+অ+ধ্+উ+র্+অ
উচ্চারণ: [.ʰu.rə] [ম.ধু.র]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত ধুর>বাংলা মধুর
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: মধুর {মধু {ন্ (মনে করা, মনে ধারণ করা) +উ =কর্মবাচ্যে, ন স্থানে ধ}  +র}
পদ: বিশেষণ
অর্থ:
শ্রবণ-সুখকর
, চিত্তাকর্ষক, প্রীতিকর
উদাহরণ: