মোদিত
বানান বিশ্লেষণ: ম্+ও+দ্+ই
+ত্+অ
উচ্চারণ: [mo.i.iə] [মো.দি.ত]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত মোদিত>বাংলা মোদিত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ
অর্থ:
যা হর্ষ বা আনন্দ দ্বারা মোহিত করে।
সমার্থক শব্দাবলি:
আনন্দিত, হর্ষিত।
উদাহরণ: মোদিত বিহ্বল চিত্তকুঞ্জতল ফুল্ল বাসনা-বাসে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১। ২২-২৩]