মহী
বানান বিশ্লেষণ: ম্+অ+হ্+ই
উচ্চারণ: [mə.ɦi] [ম.হি]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত মহী>বাংলা মহী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:মহ্ (পূজা) +ই (ইন্), বিকল্পে ঈ (ঙীষ) স্ত্রীলিঙ্গে।
পদ: বিশেষ্য।
অর্থ: পৃথিবী, চরাচর।
উদাহরণ: নীদমগন মহী, ভয় ডর কছু নহি, ভানু চলে তব সাথ [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৭।১৪]