মোহন
বানান বিশ্লেষণ:
ম্+ও+হ্+অ+ন্+অ
উচ্চারণ:
[mo.ɦə.nə]
[মো.হ.ন]
[ə=তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত মোহন>বাংলা মোহন
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: Öমুহ্
(মুগ্ধ করা) + ই (ণিচ্)=Öমোহি
+অন (ল্যুট্), কর্তৃবাচ্য।
পদ:
বিশেষণ।
অর্থ:
যা মুগ্ধ করে, মোহজনক।
মোহন বাঁশী
১. মোহিত করে এমন বাঁশি।
২. বাঁশির একটি প্রকরণ।
৩. শ্রীকৃষ্ণের বাঁশির নাম।
উদাহরণ:
বজাও রে মোহন বাঁশি। [গীতবিতান। ভানুসিংহ ঠাকুরের পদাবলি। ১০।১]
শুনত শুনত তব্ মোহন বাঁশি জপত জপত তব্ নামে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৭]