মল্লিকা
বানান বিশ্লেষণ: ম্+অ+ল্+ল্+ই+ক্+আ
উচ্চারণ: [məl.li.ka] [মল্.লি.কা]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত মল্লিকা>বাংলা মল্লিকা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: মল্লি+ ক (কন্) +আ (আপ)
পদ: বিশেষ্য।
অর্থ: ফুলের নাম বা এই নামের পুষ্পলতা, বেলি।
উদাহরণ: মল্লিকা চমেলী বেলি       কুসুম তুলহ বালিকা,  [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৫।৯]