মন্দ
বানান বিশ্লেষণ: ম্+অ+ন্+দ্+অ
উচ্চারণ: [mən.
ə] [মন্.দ]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত
ন্দ>বাংলা মন্দ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: মন্দ (গতি) + অ (অচ্), কর্তৃবাচ্য
পদ:
বিশেষণ
অর্থ: মন্থর, ধীর।