মন্দ মন্দ (দ্বিরুক্ত)
পদ: ক্রিয়া-বিশেষণ
অর্থ: ধীরে ধীরে
উদাহরণ: মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে, অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে, [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৮।৭]