মরমকুঞ্জ'পর
বানান বিশ্লেষণ:
ম্+অ+র্+অ+ম্+ক্+উ+ঞ্+জ্+অ-প্+অ+র্+অ
উচ্চারণ: [mə.rə.mə.kun.ɟə.pə.rə]
[ম.র.ম.কুন্.জ.পর]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত মর্ম্ম>বাংলা মর্ম (রেফ-এর সাথে ব্যঞ্জনের দ্বিত্ব বর্জন
সূত্রে)>মরম (স্বরাগমে)+সংস্কৃত কুঞ্জ>বাংলা কুঞ্জ+ সংস্কৃত উপরি>প্রাকৃত উৱরিং>বাংলা
উপর>'পর (উ লোপ)
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
মরমকুঞ্জ=মরম রূপ কুঞ্জ/রূপক কর্মধারয় সমাস।
মরমকুঞ্জ'পর=মরমকুঞ্জের উপর/ষষ্ঠী তৎপুরুষ। উ লোপ পেয়ে- মরমকুঞ্জ'পর।
পদ:
বিশেষ্য (অব্যয় সাধিত, অধিকরণে)
অর্থ: মরমরূপ বাগানে
উদাহরণ:
মরমকুঞ্জ'পর বোলই কুহুকুহু অহরহ কোকিলকুল।
[ভানুসিংহ ঠাকুরের
পদাবলী ১।১০-১১]