মৃদু
বানান বিশ্লেষণ:
ম্+ঋ+দ্+উ
উচ্চারণ: [mri.d̪u]
[মৃ.দু]।
শব্দ-উৎস:
সংস্কৃত মৃদু>বাংলা মৃদু
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√মৃদ
(মর্দন) +
উ
(কু), কর্মবাচ্য।
পদ: বিশেষণ
অর্থ:
১. ধীর প্রবাহ, মন্দ
উদাহরণ: মৃদু সমীর সঞ্চলে, হরয়ি শিথিল অঞ্চলে, [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ২।১৩-১৪]
২. কোমল, নম্র
উদাহরণ: মিঠি মিঠি হাসয়ি, মৃদু মধু ভাষয়ি, হমার মুখ-'পর চাও রে ! [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৬, পঙ্ক্তি ২]