মৃদুলগমন
বানান বিশ্লেষণ: ম্+ঋ+দ্+উ+ল্+অ-গ্+অ+ম্+অ+ন্+অ
উচ্চারণ: [mri.u.-..] [মৃ.দু.ল]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত মৃদুল>বাংলা মৃদুল +সংস্কৃত গমন>বাংলা গমন।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য।
অর্থ: ধীরপদক্ষেপ চলন, শান্তচলন, মন্দগতি, মন্থরগতি
উদাহরণ: মৃদুলগমন শ্যাম আওয়ে       মৃদুল গান গাহিয়া (গীতবিতান) ২।১৬]