মুগ্ধ
বানান বিশ্লেষণ:
ম্+উ+গ্+ধ্+অ
উচ্চারণ:
[mug.d̪ʰə]
[মুগ্.ধ]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত মুগ্ধ>বাংলা মুগ্ধ
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: Öমুহ্
(মোহিত করা) +ত (ক্ত), কর্তৃবাচ্য
পদ:
বিশেষণ।
অর্থ: যা মনকে মোহিত করে।
সমারথক শব্দাবলি:
মোহন, মনোহর
উদাহরণ:
মুগ্ধ নিখিলমন দক্ষিণপবনে গায় রভসরসগান।
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ১।৮]