মুহু মুহু
বানান বিশ্লেষণ: ম্+উ+হ্+উ+ম্+উ+হ্+উ
উচ্চারণ: [
mu.ɦu.mu.ɦu] [মু.হু. মু.হু] । 
শব্দ-উৎস: সংস্কৃত মুহুর্মুহু>মৈথিলি, বাংলা মহুমুহু।
পদ: অব্যয়
অর্থ: অবিরাম, পুনঃপুনঃ, বারবার, মুহূর্মুহুঃ, মুহুমুহু
উদাহরণ: আজু, সখি, মুহু মুহু গাহে পিক কুহু কুহু [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ১১।১]