মুখ-'পর
বানান বিশ্লেষণ:
ম্+উ+খ্+অ-প্+অ+র্+অ
উচ্চারণ:
[mu.kʰə-pə.rə]
[মু.খ-প.র.]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত মুখম, মুখ>বাংলা মুখ +সংস্কৃত উপরি>প্রাকৃত উৱরি>বাংলা
উপর>'পর
পদ: বিশেষ্য (অব্যয় সাধিত, অধিকরণে)।
অর্থ:
মুখের উপর, মুখপানে
উদাহরণ:
মিঠি মিঠি হাসয়ি, মৃদু মধু ভাষয়ি, হমার মুখ-'পর চাও রে !
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (অধিকরণ) ৬।২]