মুখ
বানান বিশ্লেষণ:
ম্+উ+খ্+অ
উচ্চারণ:
[mu.kʰə]
[মু.খ]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত মুখম, মুখ>বাংলা মুখ
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√খন্
(খনন করা)
+
অ (অচ্),
ম (মুট্) আগম। (নিপাতনে
সিদ্ধ)। কর্মবাচ্য।
পদ: বিশেষ্য
অর্থ:
প্রাণীর মুখমণ্ডল অর্থে- আনন, আস্য, বদন, বদনমণ্ডল, মুখ, মুখাকৃতি, মুখাবয়ব,
মুখমণ্ডল।
উদাহরণ:
তুঝ মুখ চাহয়ি শতযুগভর দুখ ক্ষণে ভেল অবসান। [ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৬।৯]