মূল
বানান বিশ্লেষণ: ম্+উ+ল্+অ
উচ্চারণ: [mu.lə] [মু.ল]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত মূল >বাংলা মূল।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ১. মূল (স্থিতি) +অ (অচ্), অধিকরণবাচ্য
পদ: বিশেষ্য
অর্থ: বৃক্ষাদির মাটি সংলগ্ন স্থান।
উদাহরণ: গহনতিমির নিশি ঝিল্লিমুখর দিশি শূন্য কদমতরুমূলে  [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।৫]