মুরলি
বানান বিশ্লেষণ:
ম্+উ+র্+অ+ল্+ই
উচ্চারণ:
[mu.rə.li]
[মু.র.লি]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস: মূলী (বাঁশ)>বাংলা মুরুলী>মুরুলি>মুরলি।
পদ:
বিশেষ্য
অর্থ:
মূলী বাঁশের তৈরি বাঁশি। শ্রীকৃষ্ণের বাঁশি হিসেবে বিশেষভাবে পরিচিত।
উদাহরণ:
চন্দ্র - উজর মধু - মধুর কুঞ্জ-'পর মুরলি বজাওলি না
!
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬।৪]