না
বানান বিশ্লেষণ:
ন্
+আ
উচ্চারণ:
[
na
]
[
না]।
শব্দ-উৎস:
সংস্কৃত ননু>প্রাকৃত ণং>বাংলা না।
পদ:
অব্যয়। ক্রিয়াপদের সাথে বসে নঞর্থক সংযোজক ক্রিয়াপদ সৃষ্টি করে।
অরথ:
হাঁ-বোধক ভাবের বিপরীত ভাব।
উদাহরণ:
ঐস বৃথা ভয় না কর বালা ভানু নিবেদয় চরণে
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৩।১৫]
চন্দ্র - উজর মধু - মধুর কুঞ্জ-'পর মুরলি বজাওলি না !
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান)
৬
।৪]
দেখ
না
পাওয়ে
,
আঁখ
ফিরাওয়ে
,
গাঁথে
বনফুলমালা
!
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৯।৬
]
যুগ-যুগ-সম কত দিবস ভেল গত, শ্যাম, তু আওলি না
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান)
৬
।
৩]