নাচ
বানান বিশ্লেষণ:
ন্+আ+চ্+অ
উচ্চারণ: [na.cə]
[না.চ]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত ক্রিয়ামূল
√
নাচ নাচ (দ্বিরুক্ত)
অর্থ: নৃত্যকর্মে উৎসাহিত করা বা আহ্বান করা অর্থে দ্বিরুক্ত শব্দের ব্যবহার হয়ে থাকে।
উদাহরণ: সহচরি সব নাচ নাচ মিলনগীত গাও রে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৫।৫]