নাহিক
বানান বিশ্লেষণ: ন্+আ+হ্+ই+ক্+অ
উচ্চারণ: [na.ɦi.kə] [না.হি]।    [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত নঞ্>প্রাকৃত নাইং>বাংলা নাই >নাহি (হ আগম)>নাহিক।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: বাংলাতে অস্তিবাচক 'আছে' অর্থজ্ঞাপক 'হ' ক্রিয়ামূলের পূর্বে নঞর্থক ভাব হিসাবে 'ন' বা 'না' ব্যবহৃত হয়। এর ফলে নাহি শব্দটি পাওয়া যায়। এর সাথে ক প্রত্যয় যুক্ত হয় 'নাহিক' শব্দ তৈরি করে। এর ফলে দৃঢ়-সম্বন্ধসূচক ভাবের সৃষ্টি হয়।
পদ: ক্রিয়া
অর্থ: নাই, নাইরে
     যেমন : নই (না হই)

উদাহরণ: ধন্য ধন্য রে ভানু গাহিছে, প্রেমক নাহিক ওর ।   [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬]