নাহি
বানান বিশ্লেষণ: ন্+আ+হ্+ই
উচ্চারণ: [na.ɦi] [না.হি]।   
শব্দ-উৎস: সংস্কৃত নঞ্>প্রাকৃত নাইং>বাংলা নাই >নাহি (হ আগম)।
পদ: ক্রিয়া
অর্থ: বাংলাতে অস্তিবাচক 'আছে' অর্থজ্ঞাপক 'হ' ক্রিয়ামূলের পূর্বে নঞর্থক ভাব হিসাবে 'ন' বা 'না' ব্যবহৃত হয়।
     যেমন : নই (না হই)
                নাই (না হয়)

মধ্য ও আধুনিক যুগের কবিতায় এবং সাধুরীতিতে  'নাহি' ব্যবহৃত হয়। এর চলিত রূপ নেই। এবং সংক্ষিপ্তরূপ নি।
                         নাহি>নাই>নেই>নি

বাংলাতে কোনো ক্রিয়াপদই অন্যপদের সাথে সংযুক্ত না হয়ে, পৃথকভাবে বসে। এই কারণে- 'সে আসে নাই' বাক্যের চলিত  রূপ হবে- সে আসে নি। এক্ষেত্রে 'নি' শব্দটি পূর্বের ক্রিয়াপদের সাথে যুক্ত করার প্রক্রিয়াটি অশুদ্ধ। কারণ 'আসেন্' নামক ক্রিয়ামূলের অসিত্ব নেই। তাই 'আসেনি' বাংলা ভাষাতত্ত্বের বিচারে অশুদ্ধ।

নাহি অস্তিবাচক 'আছে' শব্দের নঞর্থক রূপ। বিদ্যমান নাই, অনুপস্থিত।

উদাহরণ: