নাম
বানান বিশ্লেষণ:
ন্+আ+ম্+অ
উচ্চারণ:
গগনে গগনে ধ্বনিছে বাঁশরি সো কি হমারই নাম [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৭।৮]
দারুণ বাঁশি কাহ
বজায়ত সকরুণ রাধা নাম।
[গীতবিতান। প্রকৃতি ৩১। বর্ষা ৬।৮]
নামে (নাম +এ)।
অর্থ: নাম অবলম্বনে
উদাহরণ:
শুনত শুনত তব্ মোহন বাঁশি জপত জপত তব্ নামে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৭।১৩]