নাশি
বানান বিশ্লেষণ: ন্+আ+শ্+ই
উচ্চারণ:
[na.ʃi]
[না.শি]
শব্দ-উৎস:
সংস্কৃত নাশ>বাংলা নাশ>নাশি।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
সংস্কৃত নাশ>বাংলা নাশ>√নাশি (ধ্বংস করা)+ই
পদ: অসমাপিকা ক্রিয়া
অর্থ: ধ্বংস করার শেষে।
সমার্থক শব্দাবলি: ধ্বংস করে, নাশ করে, বিনষ্ট করে।