নিবেদয়
বানান বিশ্লেষণ: ন্+ই+ব্+এ+দ্+অ+য়্+অ
উচ্চারণ: [ni.be.
ə.ə] [নি.বে.দয়্.অ]।  [ə= তীর্যক অ]
ব্দ-উৎস: সংস্কৃত ক্রিয়ামূল
Öনিবেদ্ (নি-Öবেদি-নিবেদয়্)>বাংলা Öনিবেদ্>নিবেদয়
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: Öনিবেদ্ (জ্ঞাপন করা) + অয়।
পদ: ক্রিয়া [সাধারণ বর্তমানকালের নাম পুরুষে ব্যবহৃত ক্রিয়াপদ]
অর্থ: নিবেদন করি, জ্ঞাপন করি।
উদাহরণ: ঐস বৃথা ভয় না কর বালা ভানু নিবেদয় চরণে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৩।১৫]