নিবিড়তিমিরময়
বানান বিশ্লেষণ:ন্+ই+ব্+ই+ড়+অ+ত্+ই+ম্+ই+র্+অ+ম্+অ+য়্+অ
উচ্চারণ: [
ni.bi.ɽə-.t̪i.mi.rə.məĕ.ə] [নি.বি.ড়-তি.মি.র.ময়্.অ]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত নিবিড়, তিমির, ময়ট্>বাংলা নিবিড়তিমিরময়
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
  • নিবিড় (ঘন. সান্দ্র)= নি +বিড়্ (বিড়্চ্) +অচ্
  • তিমির (অন্ধকার)=√তিম্ +অ (অচ্), অস্ত্যার্থে 
  • নিবিড়তিমির (ঘন অন্ধকার) +ময় (ময়ট)
পদ: বিশেষণ
অর্থ: ঘন অন্ধকার দশা, ঘন অন্ধকারযুক্ত, ঘন অন্ধকারময়
উদাহরণ: শাল-পিয়ালে তাল-তমালে নিবিড়তিমিরময় কুঞ্জ। [গীতবিতান। প্রকৃতি ৩১। বর্ষা ৬।৬]