নিদারুণ
বানান বিশ্লেষণ:
ন্+ই+দ্+আ+র্+উ+ণ্+অ
উচ্চারণ: [ni.d̪a.ru.nə]
[নি.দা.রু.ন]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত নিদারুণ>বাংলা নিদারুণ
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
নি-দারুণ {দারি {√দৄ
(বিদারণ করা) + ই (ণিচ)} +উন (উনন্)}
পদ:
বিশেষণ।
অর্থ:
দুঃসহ, অসহনীয়।
উদাহরণ:
রয়ন নিদারুণ কৈসন যাপসি, কৈস দিবস তব যায় !
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৪।১০]