নীদমগন
বানান বিশ্লেষণ:
ন্+ঈ+দ্+অ-ম্+অ+গ্+অ+ন্+অ
উচ্চারণ: [ni.d̪ə.mə.gə.nə]
[নি.দ.ম.গ.ন]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত নিদ্রা>প্রাকৃত নিন্দ>বাংলা নীদ, নিদ
+ সংস্কৃত মগ্ন>বাংলা মগন (স্বরাগম)।
পদ:
বিশেষণ।
অর্থ:
নিদ্রায় আচ্ছন্ন।
উদহারণ:
নীদমগন মহী, ভয় ডর কছু নহি, ভানু চলে তব সাথ॥
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৭।১৪]