নিখিল
বানান বিশ্লেষণ:
ন্+ই+খ্+ই+ল্+অ
উচ্চারণ: [ni.kʰi.lə
নি-Öখিল (সসীম) +ক
নি (নাই) খিল (যা সীমা দ্বারা পরিমিত হয় না, এই অর্থে শুন্য, শুন্যস্থান) যাহার বা যাহাতে/নঞ্ বহুব্রীহি সমাস।
পদ: বিশেষণ
অর্থ:
কোনো সত্তার
সীমার ভিতরে থাকলে, তার অখণ্ড রূপ পাওয়া যায় না। অবাধভাবে যার প্রকাশ ঘটে তাই
নিখিল। এর দ্বারা যে কোনো সত্ত্বার সমগ্র রূপকে বুঝায়।
সমার্থক শব্দাবলি:
সকল,
সমগ্র,
সমস্ত, সমুদয়।
উদাহরণ:
নিখিল জগত জনু হরখভোর ভই [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (রর-২) ১।১৪]