নিখিল
বানান বিশ্লেষণ: ন্+ই+খ্+ই+ল্+অ
উচ্চারণ: [ni.kʰi.
] [নি.খি.ল]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত নিখিল>বাংলা  নিখিল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ
অর্থ:
কোনো সত্তার সীমার ভিতরে থাকলে, তার অখণ্ড রূপ পাওয়া যায় না। অবাধভাবে যার প্রকাশ ঘটে তাই নিখিল। এর দ্বারা যে কোনো সত্ত্বার সমগ্র রূপকে বুঝায়।
সমার্থক শব্দাবলি:
সকল, সমগ্র, সমস্ত, সমুদয়।
উদাহরণ: