নিকস
বানান বিশ্লেষণ: ন্+ই+ক্+অ+স্+অ+ত্+অ
উচ্চারণ: [ni.kə.sə.ə] [নি.ক.স.ত]।  [ə= তীর্যক অ]
ব্দ-উৎস: সংস্কৃত নিষ্কাসি>বাংলা নিকস (নির্গম)>Öনিকস্ (নামধাতু)>নিকসত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:  Öনিকস্ (নির্গত হয়) +অত
পদ: ক্রিয়া (সাধারণ বর্তমান কাল)
অর্থ: বাহির হয়, বের হয়, নির্গত হয়, প্রকাশিত হয়।

উদাহরণ:
বরখত অশ্রু, বচন নহি নিকসত,      পরান থেহ ন মানে  [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।৪]