নিকুঞ্জ-অরণ্য
বানান বিশ্লেষণ:
ন্+ই+ক্+উ+ঞ্+জ্+অ-অ+র্+অ+ণ্+য্+অ
উচ্চারণ: [ni.kun.ɟə.ə.rən.nə]
[নি.কুন্.জ-অ.রন্.ন]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত নিকুঞ্জ>বাংলা নিকুঞ্জ +সংস্কৃত অরণ্য>বাংলা অরণ্য।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
পদ:
বিশেষ্য
অর্থ:
কুঞ্জ সদৃশ ক্ষুদ্র ক্ষুদ্র বন আছে এমন অরণ্য।
উদাহরণ:
সতিমির রজনী, সচকিত সজনী, শূন্য নিকুঞ্জঅরণ্য
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতরবিতান) ৯।১]