নীল
বানান বিশ্লেষণ:
ন্+ঈ+ল্+অ
উচ্চারণ: [ni.lə]
[নি.ল]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত নীল>বাংলা নীল।
পদ:
বিশেষ্য/বিশেষণ।
অর্থ:
নীলবর্ণ, নীল রঙ
উদহারণ:
পিনহ ঝটিত কুসুমহার, পিনহ নীল আঙিয়া [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৫।৩
পিনহ চারু নীল বাস, হৃদয়ে প্রণয়কুসুমরাশ [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৮।৩
নীল আকাশে তারক ভাসে, যমুনা গাওত গান [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৯।৩]