নিলয়
বানান বিশ্লেষণ:
ন্+ই+ল্+অ+য়্+অ
উচ্চারণ: [ni.ləĕ.ə]
[নি.লয়্.অ]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত নিলয়>বাংলা নিলয়।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
নি-Öলী
(লীনভাব)
+অ
(অচ্),
অধিকরণবাচ্য}।
পদ:
বিশেষ্য।
অর্থ:
আলয়, গৃহ।
সমার্থক শব্দাবলি:
কলয়িত মলয়ে, সুবিজন নিলয়ে বালা বিরহবিষণ্ণ॥
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)
৯।২]