নিদিছে
বানান বিশ্লেষণ: ন্+ই+ন্+দ্+ই+ছ্+এ
উচ্চারণ: [nin.i.cʰe] [নিন্.দি.ছে]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত ক্রিয়ামূল নিন্দ্>বাংলা নিন্দ্>নিন্দিছে
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: নিন্দ্+ইতেছে>নিন্দিছে
পদ: ক্রিয়াপদ {ঘটমান বর্তমান}
অর্থ: নিন্দা করছে।
উদাহরণ: মধুর বদন অমৃতসদন  চন্দ্রমায় নিন্দিছে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৮।১০]