নীরব
বানান বিশ্লেষণ: ন্+ঈ+র্+অ+ব্+অ
উচ্চারণ: [ni.rə.] [নি.র.]।  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত নীরব>বাংলা নীরব
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ।
অর্থ: শব্দহীন, শব্দশূন্য
উদহারণ:
ইথি ছিল নীরব বংশীবটতট, কথি ছিল ও তব বাঁশি!  [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬।৮]