নীরদপুঞ্জ
বানান বিশ্লেষণ:
ন্+ঈ+র্+অ+দ্+অ+প্+উ+ঞ্+জ্+অ
উচ্চারণ: [ni.rə.d̪ə.pun.ɟə]
[নি.র.দ.পুন্.জ]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত
নীরদপুঞ্জ>বাংলা নীরদপুঞ্জ
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
নীরদ=নীর (জল) জ্ঞাপন করা) + √ দা (দান করা) +অ (অচ্), কর্তৃবাচ্য
পুঞ্জ=পুমস্-√জি (জয় করা) +অ (ড), কর্তৃবাচ্য
পদ:
বিশেষ্য
অর্থ: পুঞ্জীভূত মেঘরাশি, ঘন মেঘ।
উদাহরণ:
ঘন ঘন রিম্ঝিম্
রিম্ঝিম্ রিম্ঝিম্ বরখত নীরদপুঞ্জ।
[গীতবিতান। প্রকৃতি ৩১। বর্ষা ৬।৫]